দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আনলক-১ ঘোষণার পরই খুলে গিয়েছে অফিস, কলকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান। কিন্তু গত কয়েক দিন ধরে রাস্তায় বেরিয়ে বাস পেতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। তাই শীঘ্রই হাওড়া ডিভিশনের লোকাল ট্রেন পরিষেবা চালু হতে পারে। ট্রেন পরিষেবা চালু হলে জেলা থেকে গন্তব্যে পৌঁছতে আর দুর্ভোগের মুখে পড়তে হবে না যাত্রীদের।
পূর্ব রেল সূত্রে খবর, ধীরে ধীরে সব ডিভিশনে চালু হবে ট্রেন পরিষেবা। প্রাথমিক পর্যায়ে হাওড়া ডিভিশনের সব স্টেশনে সুরক্ষাবিধি কী ভাবে বলবৎ করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট অফিসারদের প্রতিটি স্টেশনে সরেজমিনে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। অফিসারদের ১০ দিনের মধ্যে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল মন্ত্রক।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে