Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

সমস্ত জল্পনার অবসান, রাজ্যে বুধবার থেকে লোকাল ট্রেন চালানোর ঘোষণা দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহের বুধবার থেকে বাংলায় চালানো হবে লোকাল ট্রেন, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এমনটাই জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

লোকাল ট্রেন চালানোর ব্যাপারে নবান্নের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক ছিল রেলের অফিসারদের। ওই বৈঠকের পর রেল সূত্রে জানানো হয়েছে, প্রথম দিন অর্থাৎ আগামী বুধবার হাওড়া ও শিয়ালদহ মিলিয়ে ৩৬২টি ট্রেন চলবে। তারপর সুরক্ষা ব্যবস্থা দেখে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। বিধি কার্যকর হওয়া ও সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে আগামী সোমবার ফের নবান্নে বৈঠকে বসবেন রেল ও রাজ্য সরকারের আধিকারিকরা।

এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গ্যালপিং ট্রেন চালানো হবে। সব স্টেশনে সেই ট্রেন দাঁড়াবে না। তা ছাড়া রেলের তরফে প্রাথমিক ভাবে বলা হয়েছে,নতুন কোনও টাইমটেবিল হবে না। পুরনো সময় অনুযায়ী ট্রেন চলবে।

রেল সূত্রে আরও বলা হচ্ছে ৩৬২টি ট্রেনের মধ্যে হাওড়া ডিভিশনে চলবে ১০১টি ট্রেন। শিয়ালদহ ডিভিশনে ২২৮টি ট্রেন চলবে। বাকি ৩৩টি ট্রেন চলবে খড়গপুর ডিভিশনে।

 

Leave a Reply

error: Content is protected !!