Wednesday, November 20, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বিধিনিষেধ শিথিল হলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকছে লোকাল ট্রেন ও শিক্ষাপ্রতিষ্ঠান, ঘোষণা নবান্নের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের বাড়লো কোভিড- বিধিনিষেধের সময়সীমা। করোনা অতিমারীর কারণে রাজ্যে ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ। এবার নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় জোর দেওয়া হয়েছে রাতের কড়াকড়ির উপর। কারণ সম্প্রতি প্রশাসনের নজরে পড়ছে, বিধিনিষেধকে তোয়াক্কা না করে রাতে বেশ কিছু নাম করা হোটেলে চলছে দেদার পার্টি, হুল্লোড়। রাতে মদ্যপ অবস্থায় ঘুরে বেড়ানোর প্রবণতাও বেড়েছে। সেদিকে পুলিশ-প্রশাসনকে কড়া নজর দিতে আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এবার সেই নির্দেশেই আরও জোর দেওয়া হয়েছে।

দেশজুড়ে করোনা সংক্রমণে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ ঠেকাতে রাজ্যে জারি থাকা কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়াল নবান্ন। আগের নির্দেশ অনুযায়ী, বিধি-নিষেধের মেয়াদ ছিল ৩১ জুলাই পর্যন্ত। এখন তা বাড়িয়ে ১৫ অগাস্ট পর্যন্ত করা হল। বৃহস্পতিবার নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে।

দেখে নেওয়া যাক কী কী বলা রয়েছে নির্দেশিকায়:

১) বাজার, দোকান, সরকারি বেসরকারি অফিস খোলার নিয়ম অপরিবর্তিত থাকছে।

২) রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া যে কোনও ব্যক্তি বা যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।

৩) লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

৪) স্টাফ স্পেশাল ট্রেন চলবে।

৫) মেট্রো চলাচলের ক্ষেত্রে একই নিয়ম লাগু থাকছে।

৬) স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল, বিনোদন পার্ক বন্ধ থাকবে।

৭) কোনও প্রেক্ষাগৃহ বা ঘেরা জায়গায় মোট আসনের ৫০ শতাংশ লোক নিয়ে সরকারি অনুষ্ঠানের আয়োজন করার অনুমতি দেওয়া হয়েছে।

৮) দূরত্ব বিধি মেনে চলা, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।

৯) আইনভঙ্গকারীদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে কঠোর ব্যবস্থা।

 

Leave a Reply

error: Content is protected !!