Monday, February 24, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

গাছের ডালে ক্রুশবিদ্ধ যীশু! লকডাউন উপেক্ষা করে দেখতে ছুটলেন কয়েকশো মানুষ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : একটি গাছের উপরে নাকি দেখা গিয়েছে ক্রুশবিদ্ধ যীশুকে! এ খবর শুনে লকডাউন উপেক্ষা করেই গাছের নিচে সমবেত হলেন কয়েকশো মানুষ। রবিবার সন্ধ্যায় অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার ছোট্ট শহর মাগাঙ্গিতে।

রদলফো জামব্রানো নামে এক সাংবাদিক এই ঘটনার ছবি তুলে প্রথম জানান। তারপর সে দেশের একাধিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে এই খবর। এই নিয়ে একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, যে গাছের নিচে সে দিন কয়েকশো মানুষ জড়ো হয়েছিলেন ওই গাছটির অদ্ভুত আকারের জন্য তার গায়ে আলো পড়ে এমন অদ্ভুত অবয়ব তৈরি হয়েছিল, যা দেখে মনে হচ্ছিল গাছের ডালে ‘ক্রুশবিদ্ধ যীশু’!

সন্ধেবেলায় এই গাছেই আলো পড়ে এমন অবয়ব তৈরি হয়েছিল।

২৪ মার্চ মধ্যরাত থেকেই লকডাউন জারি হয়েছে কলম্বিয়ায়। লকডাউন চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। কিন্তু তার আগেই লকডাউনের সব রকম বিধিনিষেধ উপেক্ষা করে যীশুকে দেখতে ভীড় জমালেন কয়েকশো মানুষ। এই আকস্মিক জমায়েতের পর করোনা সংক্রমণের আশঙ্কা বহুগুণ বেড়ে গিয়েছে ওই শহরে। এই ঘটনার পর থেকেই চিন্তিত কলম্বিয়ার প্রশাসন।

Leave a Reply

error: Content is protected !!