দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাসপাতাল থেকে মৃত সন্তানকে ঘরে আনার সময় পেলেন না কোনও গাড়ি। বাধ্য হয়ে মৃত সন্তানকে কোলে নিয়েই হাঁটতে শুরু করলেন মা। বিহারের জেহানাবাদের এমনই একটি চাঞ্চল্যকর ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। এর আগে অ্যাম্বুল্যান্সের অভাবে নিজের তিন বছরের অসুস্থ সন্তানকে ঠিক সময় হাসপাতালে নিয়ে যেতে পারেননি জেহানাবাদ জেলার সেহাপুরের ওই গৃহবধূ।
কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়ে তিন বছরের ওই শিশুটি। প্রবল জ্বর, সর্দি ও কাশি। গ্রামের ডাক্তারকে দেখিয়ে কোনও কাজ হয়নি। জেহানাবাদ যে নিয়ে আসবেন, কোনও গাড়ি পাওয়া যায়নি। শেষে বাধ্য হয়েই একটি টেম্পু ভাড়া করেন তিনি। ছেলেকে জেহানাবাদ জেলা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু অবস্থা খারাপ থাকায় শিশুটিকে পটনা মেডিক্যালে পাঠানো হয়। কিন্তু জেলা হাসপাতাল থেকে কোনও অ্যাম্বুল্যান্স পাওয়া যায়নি ফলে সেখানেই তার মৃত্যু হয়।
ওই ঘটনায় তোলপাড় গোটা জেলা। জেলা প্রশাসন, হাসপাতালের কয়েকজন চিকিৎসককে শো কজ নোটিস ধরিয়েছে, সাসপেন্ড করা হয়েছে হাসপাতালের ম্যানেজারকে। শিশুটির বাবা গিরেজ কুমারের দাবি লকডাউনের জন্য কোনও গাড়ি পাওয়া যায়নি। কিন্তু এখানেই শেষ নয়। ছেলে মৃতদেহ নিয়ে যে বাড়ি ফিরবেন তারও উপায় নেই। কোনও গাড়িই মেলেনি। ফলে মৃত ছেলেকে কোলে নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে শুরু করেন ওই গৃহবধূ।