দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১৪ এপ্রিল নয়, আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে রাজ্য। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সের পরই নবান্নে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশ জুড়ে লকডাউনের মেয়াদ ছিল আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু এ বার তার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। আরও দু’সপ্তাহ অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউন থাকবে বলে জানিয়েছেন নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।