দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ছে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মোদীর সঙ্গে ভিডিও-বৈঠকে অধিকাংশ মুখ্যমন্ত্রীই লকডাউন বৃদ্ধির পক্ষে সওয়াল করেছিলেন। পশ্চিমবঙ্গ-সহ ন’টি রাজ্য ইতিমধ্যে লকডাউনের মেয়াদ সপ্তাহ দুয়েক বাড়িয়েও দিয়েছে।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন