দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কথাবার্তা থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে, দেশজুড়ে লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অধিকাংশ রাজনৈতিক দলের নেতা সেই মর্মেই সায় দিলেন। তার পর প্রধানমন্ত্রীও কার্যত বুঝিয়ে দিলেন লকডাউনের মেয়াদ বাড়াতেই হবে।
সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাঁদের মতামত জানানোর পর প্রধানমন্ত্রী তাঁর মত দেন। তিনি বলেন, লকডাউন তুলে নেওয়া মোটেই সহজ ব্যাপার নয়। বরং লকডাউন এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং-ই একমাত্র রাস্তা যা দিয়ে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা করা যেতে পারে।