দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে। এখনই রোগীকে নিয়ে যেতে হবে কোভিড হাসপাতালে। হেমতাবাদ ব্লকের রণহাট্টা এলাকার করোনা রোগীকে আট কিলোমিটার দূরে কর্ণজোড়ার হাসপাতালে নিয়ে যেতে রাজি হননি কোনও অ্যাম্বুল্যান্স চালক। এহেন পরিস্থিতিতে এগিয়ে এলেন সেলিনা বেগম।
শনিবার ২৬ বছরের তরুণী স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুল্যান্সে করে কোভিড হাসপাতালে পৌঁছে দিলেন রোগীকে। তার আগে-পরে অবশ্য যাবতীয় সুরক্ষা বিধি মেনে ব্যবস্থা নিয়েছেন। নিজে পরেছেন পিপিই। ফিরে এসে স্যানিটাইজ় করেছেন অ্যাম্বুল্যান্স। সেলিনার কথায়, ‘অ্যাম্বুল্যান্স চালক হিসেবে আমি নিজের দায়িত্ব পালন করেছি।’
Support Free & Independent Journalism
আসসালামু আলাইকুম !