দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জুলাই মাসেও লকডাউন থাকবে রাজ্য, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের পরে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ৩০ জুন পর্যন্ত সারা দেশে লকডাউন চলবে। কিন্তু বাংলায় তার পরেও লকডাউন চলবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ছাড় দিয়েই লকডাউন কার্যকর হবে বাংলায়।
নবান্নের তরফে বলা হয় একদম ৩১ জুলাই পর্যন্ত চলবে লকডাউন। তবে ছাড় রেখেই তা কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে ১ জুন থেকে আনলক পর্ব শুরু হয়েছে। অর্থাৎ সতর্কতার মধ্যেই নানা ক্ষেত্রের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে। নবান্নের তরফে নির্দিষ্ট গাইডলাইন না দেওয়া হলেও ইঙ্গিতে বলা হয়েছে প্রায় একই ভাবে লকডাউন চলবে।