দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইন ও এনআরসি আতঙ্কে আধার সংশোধনের হিড়িক। আধার সংশোধনের কাজ শুরু হবে সকালে, তার জন্য আগেরদিন রাত থেকেই লাইনে মানুষ। একাধিক ব্যাঙ্কে এখন ধরা পড়ছে এমনই ছবি। যদিও রাতভর লাইনে দাঁড়িয়েও আধার সংশোধনের সুযোগ পাচ্ছেন হাতেগোনা কয়েকজন মানুষ।
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এদিকে পরিকাঠামোর অভাবে আধার কার্ড সংশোধন করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। প্রতিদিন সর্বোচ্চ ১৭ জনের আধার সংশোধন করা সম্ভব। অনেকেই বলছেন, সরকারি গাফিলতিতে আধারে ভুল হয়েছে। অথচ, এখন তাঁদের পড়তে হচ্ছে চরম হয়রানিতে। এ নিয়ে বাড়ছে ক্ষোভ। মনে হচ্ছে এ যেন দেশে থাকার জন্য লড়াই।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
হাঁড় কাঁপানো ঠান্ডাই হোক আর অকাল বৃষ্টি। প্রতিকুল আবহাওয়াকে উপেক্ষা করে মালদহে রাত থেকে আধার সংশোধনের লাইনে দাঁড়িয়ে পড়ছেন মানুষ। ভয়ে তটস্থ হয়ে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলির মুখ দেখে মনে পড়ে যাচ্ছে নোটবন্দির সময়ের কথা। তখন রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইবার লাইনে দাঁড়ানোর সৌজন্যে নাগরিকত্ব আইন ও এনআরসি আতঙ্ক।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন