দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আর কিছুক্ষণ পরেই শুরু হবে গণনা। ভাগ্য নির্ণয় হবে ২,১৩২ জন প্রার্থীর। ২৯২টি আসনে জন্য রাজ্য জুড়ে ১০৮টি গণনাকেন্দ্র তৈরি করা হয়েছে।
কোভিড পরিস্থিতির জন্য গত বারের তুলনায় এ বার গণনাকেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। কাউন্টিং হলের সংখ্যাও প্রায় দ্বিগুণ করা হয়েছে। এ বার মোট ৭০৬টি হলে ভোট গণনা হবে। গণনাকেন্দ্র বেশি হওয়ার ফলে রাউন্ডের সংখ্যাও বেশি হবে।
এক নজরে রাজ্যের ২৩টি জেলার কোন আসনের গণনা কোথায় হচ্ছে জেনে নিন—