দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জয়পুর–আগ্রা হাইওয়েতে বোমা বিস্ফোরণ এবং দিল্লির একটি বিস্ফোরণের ঘটনায় ১৯৯৬ সালে আবদুল গনি, আলী ভাট, লতিফ আহমেদ সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে চারজন কাশ্মীরের বাসিন্দা। অন্য আরেকজন আগ্রার বাসিন্দা। ২৩ বছর জেল খাটার পর নির্দোষ প্রমাণিত হলে গত বছর তাদের মুক্তি দেয় রাজস্থান হাইকোর্ট।