Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মোদী সরকারের উন্নয়ন! বাজেট পেশের পরেই ফের সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সরকারে আসার আগে একাধিকবার গ্যাসের দাম নিয়ে আন্দোলন করতে দেখা গেছে বিজেপিকে। কিন্তু তারা ক্ষমতায় আসার পর রান্নার গ্যাসের দাম কমাতো স্বপ্নের ব্যাপার। বার বার বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। ভর্তুকিহীন সিলিন্ডার পিছু বেড়ে গেল আরও ২৫ টাকা। এই মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের নতুন দাম হল ৭৪৫টাকা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, এবং গ্যাসের মূল্যমানের উপর নির্ভর করে স্থির হয় ভারতীয় বাজারে এলপিজি-র দাম। এ ছাড়া ডলারের তুলনায় টাকার বিনিময় মূল্য বিশ্লেষণ করে ভারতে তেল এবং গ্যাসের দাম নির্ধারণ করে ৪টি রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড। বৃহস্পতিবার চার সংস্থা এই সবক’টি সূচক বিশ্লেষণ করে নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ২৫টাকা বেড়ে যাওয়ায় দিল্লিতে নতুন দাম হয়েছে ৭১৯টাকা। একই দাম হয়েছে মুম্বইয়েও। অন্য দিকে চেন্নাইয়ে নয়া দাম হয়েছে ৭৩৫ টাকা।

তবে একটাই স্বস্তির আপাতত গৃহস্থের পকেটের খরচ বাড়বে না। কারণ, ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে। মধ্যবিত্তকে সিলিন্ডারের বর্ধিত দামই দিতে হবে। আগে যে টাকা ভর্তুকি হিসেবে ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা পড়ত সেই টাকা জমা পড়বে।

 

Leave a Reply

error: Content is protected !!