দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জুনের প্রথম দিনেই আগুন লাগল মধ্যবিত্তের রান্নাঘরে। বাড়ছে ভর্তুকি বিহীন রান্নার গ্যাসের দাম। গত মাসের তুলনায় একেবারে ৩১ টাকা ৫০ পয়সা বাড়ল দাম।
দেশের সব থেকে বড় তেল শোধনকারী সংস্থা আইওসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি পাওয়ায় এই দাম বাড়ানো হয়েছে।
পাশাপাশি ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসেরও দাম বেড়েছে ১০৭ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১ হাজার ১৯৩ টাকা ৫০ পয়সা।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে
Tags:LPG Gas