Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

হুমকি দিলেই বাড়বে দর? বিদ্রোহের সুর মদনের গলায়, বিপদ বুঝে ‛সেট’ করা হল সরকারি কমিটিতে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কয়েকদিন আগেই এক অদ্ভুত অবস্থান নিয়ে আবির্ভূত হয়েছিলেন মদন মিত্র। গত দু’তিনদিন যাবৎ প্রাক্তন পরিবহণমন্ত্রী এমন কিছু মন্তব্য করেছেন যা তৃণমূলের অস্বস্তির কারণ বলেই মনে করছেন অনেকে। ঠিক তারপরই দেখা গেল, মদন মিত্রকে একটি সরকারি কমিটির চেয়ারম্যান করে দেওয়া হয়েছে।

পরিবহণ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, স্বাস্থ্যসাথী-সহ সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা পরিবহণকর্মীরা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখার জন্য একটা কমটি গঠন করা হয়েছে। তার চেয়ারম্যান করা হয়েছে মদন মিত্রকে। বলা হয়েছে, সরকারের সঙ্গে সমন্বয় করে পরিবহণকর্মীদের ভালমন্দ দেখবে মদন মিত্রের নেতৃত্বাধীন এই কমিটি।

অনেকে বলেন, তৃণমূলে কোনও নেতা যদি হঠাৎ বিদ্রোহী হয়ে ওঠেন তাঁকে কোনও একটি সরকারি কমিটির পদে বসিয়ে দেওয়া অনেক পুরনো কৌশল। আগেও এই ধরনের এমন অনেক নজির রয়েছে। উল্লেখ্য, কয়েক দিন আগে নিজের ফেসবুক পেজ-এর ডিপি বদল করেন মদন মিত্র। তার ক্যাপশনে লেখেন ‘টাইম ফর প্যাক আপ!’ এর পরই গুঞ্জন তৈরি হয়। তাহলে কি মদন মিত্রও পাত্তারি গোটাতে চাইছেন?

 

Leave a Reply

error: Content is protected !!