দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আর কিছুক্ষণ পরই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরিক্ষার ফলাফল। এই বছরে মোট পরীক্ষার্থী সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বুধবারই মেধাতালিকা সহ, মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।
বুধবার সকাল ১০ টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে মেধাতালিকায় প্রকাশ করার কথা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দোপাধ্যায়ের তবে প্রতিবছরের মতো এই বছর পর প্রকাশের দিনেই হাতে মার্কশিট পাবে না পড়ুয়ারা, তাই বিভিন্ন সরকারি ও বেসরকারি ওয়েবসাইট গুলির ওপর নির্ভর করতে হবে পড়ুয়াদের।
এই ওয়েবসাইটগুলিতে দেখা যাবে ফলাফল –
http://wbresults.nic.in
http://www.wbbse.org
http://www.wbresultsgovnic.in
http://results.westbengaleducation.net
http://west-bengal.indiaresults.com
http://results.nic.in
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে