দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাতিল নয় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক। করোনা নিয়ন্ত্রণে এলেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায় এটা পরিষ্কার যে ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে হবে। কিন্তু হবেই। তিনিও বলেন, অনেকেই বলছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বাতিল হবে। তবে আমরা এমনটা ভাবছি না।
এই অবস্থায় রাজ্যের অধিকাংশ স্কুলকে সেফ হোম বানানো হয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে পরীক্ষা পরিচালনা করা সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেই কীভাবে পরীক্ষা হবে তার চূড়ান্ত গাইডলাইন শীঘ্রই জারি করবে রাজ্য। মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরই কবে, কীভাবে পরীক্ষা হবে তার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ব্রাত্য বসু।
প্রসঙ্গত, জুন মাসে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যে করোনা পরিস্থিতি যা, তাতে পরীক্ষা হলে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সেদিক থেকে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের দিকে নজর রেখে আপাতত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।