Tuesday, December 3, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

করোনা লড়াইয়ে কন্যাশ্রীতে পাওয়া অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিল মাধ্যমিক পরীক্ষার্থী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা মোকাবিলায় যখন বিভিন্ন স্তরের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তখন এই কাজে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের অলিগঞ্জ ঋষি রাজ নারায়ন বিদ্যামন্দির বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়সী মহাপাত্র। কিছু দিন আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। দিনকয়েক আগে কন্যাশ্রী প্রকল্পের ৩ হাজার টাকা শ্রেয়সীর অ্যাকাউন্টে জমা পড়েছে। রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা ভেবে শ্রেয়সী সিদ্ধান্ত নেয়, মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সে ওই অর্থ দান করবে।

বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার কালেক্টরেট অফিসের অধীন সাবডিভিশনাল অফিসে গিয়ে সেখানকার এক্সিকিউটিভ অফিসার ইউসুফ রেজার হাতে ৩ হাজার টাকা তুলে দেন শ্রেয়সীর বাবা সুব্রত মহাপাত্র। শ্রেয়সীর এই প্রয়াসকে অভিনন্দন জানিয়েছেন ইউসুফ রেজা। শ্রেয়সীর বাবা গোপীবল্লভপুর-২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া কেসিএম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক। শ্রেয়সী তার ইচ্ছার কথা তার বাবা সুব্রতবাবুকে জানায়। শ্রেয়সীর কথায়, ‛এই পরিস্থিতিতে এইটুকু সাহায্য করতে পেরে আমি আনন্দিত।’ সুব্রতবাবুও তাঁর মেয়ের এই কাজের জন্য গর্বিত বলে জানিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!