দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কয়েক মাস আগেই মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, অসমে সরকারি মাদ্রাসা বন্ধ করা হবে। ধর্ম শিক্ষা সরকারের কাজ হতে পারে না। অসম মন্ত্রিসভা সিলমোহর দিয়ে দিল মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তে। এগুলিকে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
তার জন্য বিধানসভার শীতকালীন অধিবেশনে বিল আনছে অসম সরকার। আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অসম বিধানসভার শীতকালীন অধিবেশন। তখনই নতুন বিল পেশ হবে। অসম সরকারের বক্তব্য, মাদ্রাসা এবং সংস্কৃত টোলগুলিকে সাধারণ শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ৩০০ কোটি টাকা খরচ হবে।
অসমে ৬০০-র বেশি মাদ্রাসা রয়েছে। সেগুলি যেমন বন্ধ হচ্ছে তেমনই শত খানেক সংস্কৃত টোলও বন্ধ হচ্ছে। অসম সরকারের বক্তব্য, সমাজের একটি অংশের ছাত্রছাত্রীর ধর্মগ্রন্থ পড়ে নম্বর পাবে আর বাকিরা পাবে না তা হয় না। তাহলে সিলেবাসে গীতা, বাইবেল পড়াতে হয়।