Saturday, April 20, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বয়কট নয়! মহুয়া মৈত্রের থেকে দায়িত্বপূর্ণ আচরণ আশা করছে ‛দৈনিক সমাচার’

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সাংবাদিকদের সম্পর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কটাক্ষ নিয়ে ক্ষোভ ক্রমশ দানা বাঁধছে। মহুয়া পরে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও নিজের দৃষ্টিভঙ্গি থেকে একচুলও সরেননি। এরপরই কলকাতা প্রেস ক্লাব এঘটনার নিন্দা জানিয়ে সাংসদকে ক্ষমা চাওয়ার আবেদন করে। পাশাপাশি কিছু মিডিয়া হাউস তাঁকে বয়কটের ডাক দেয়।

কিন্তু ‛দৈনিক সমাচার’ মনে করে, সেলিব্রিটি মাত্রেই জনপ্রতিনিধি। ফলে, যা মুখে আসবে সেটাই বলা উচিত নয়। কারণ, তাঁরা যা বলেন, যে ভাবে বলেন সেটাই সাধারণ মানুষ শোনেন। ফলে, সব সময়েই তাঁদের পরিশীলিত থাকা উচিত। যিনি অকাট্য যুক্তিতে বিরোধী পক্ষকে বিঁধতে পারেন তাঁর থেকে আরও দায়িত্বপূর্ণ আচরণ আশা করছে ‛দৈনিক সমাচার’।

 

Leave a Reply

error: Content is protected !!