দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে বিহার ও উত্তরপ্রদেশকে উদাহরণ হিসেবে টেনে এনে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা বলে কিছু নেই। দিন দিন এই রাজ্যটা বিহার, উত্তরপ্রদেশের মতো হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বিহার, উত্তরপ্রদেশের মতো মাফিয়ারাজ চলছে।” দিলীপের এই মন্তব্যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারও চরম অস্বস্তিতে পড়েছে।