Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘মুরগী চোর’ মোদীর মন্ত্রী! গ্রেফতারের পর গেলেন শ্রীঘরে, জামিন পেয়ে বেরিয়েও এলেন

পুণে, ২৫ আগস্ট: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। তার জেরে মঙ্গলবার তাঁকে গ্রেফতারও করা হয়। কিন্তু মাত্র কয়েকঘণ্টা শ্রীঘরে থাকার পরেই জামিন পেয়েছেন তিনি।

কোনও কেন্দ্রীয় মন্ত্রী গ্রেফতার হওয়ার ঘটনা গত ২০ বছরে এই প্রথম। তাই নারায়ণ রানেকে গ্রেফতারির পরেই ব্যাপক চর্চা শুরু হয়। রানে এককালে শিবসেনায় ছিলেন। এখন বিজেপিতে গিয়ে মহারাষ্ট্রে উত্তেজনা ছড়াতে তিনি ইচ্ছে করে ওই মন্তব্য করেন বলে অভিযোগ শিবসেনার।

এদিকে শিবসেনার যুব শাখা ‛যুব সেনা’ রাজ্যব্যাপী রানেকে ‘মুরগী চোর’ বলে পোস্টার মেরেছে। শিবসেনায় থাকাকালে ৫ দশক আগে চেম্বুরে মুরগীর দোকান চালাতেন রানে।

 

Leave a Reply

error: Content is protected !!