দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এ যেন মরুভূমির মরীচিকা। মহারাষ্ট্রে সরকার গড়ার বর্তমান পরিস্থিতি যা, তাকে মরীচিকা না বলে আর কিই বা বলা যায়? গতকাল সন্ধ্যায় শোনা গিয়েছিল, মহারাষ্ট্রে শিবসেনাকে সমর্থন করতে রাজি হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
এরপরই মনে করা হচ্ছিল, উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী মুখ করে সরকার গড়তে চলেছে শিবসেনা। কিন্তু রাতের দিকে জানা যায়, এখনও শিবসেনাকে সমর্থন করা নিয়ে দ্বিধায় আছে কংগ্রেস। অবস্থা বেগতিক দেখে রাজ্যপালের থেকে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
কিন্তু, রাজ্যপাল তাঁকে বাড়তি সময় দিতে অস্বীকার করছেন। তার বদলে তিনি সরকার গড়ার জন্য আহ্বান জানিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে (এনসিপি)। গরিষ্ঠতা প্রমাণের জন্য শরদ পওয়ারের দলকে সময় দেওয়া হয়েছে আজ সন্ধ্যা সাড়ে আটটা পর্যন্ত।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন