দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রের ‘মহা’সংকট ঘন্টায় ঘন্টায় নয়া মোড় নিচ্ছে। ফলে ফল ঘোষণার ২ সপ্তাহ পর এখনও নতুন সরকার পেল না মহারাষ্ট্র। মুখ্যমন্ত্রীর গদি নিয়ে বিজেপি-শিবসেনার টানাপোড়েন রোজ নাটকীয় মোড় নিচ্ছে। এইবার বিজেপি নেতৃত্বের উদ্দেশে উদ্ধব ঠাকরে সাফ জানিয়ে দিলেন, আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রীর পদ দিতে চাইলে, তবেই আমায় ডাকবেন নচেৎ নয়।
এদিকে, দলের বিধায়কদের ভাঙাতে পারে বিজেপি, এ আশঙ্কা থেকেই এবার দলের সব বিধায়কদের হোটেলে পাঠানোর তোড়জোড় শুরু করে দিয়েছে শিবসেনা। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত দলের সব বিধায়ককে বান্দ্রার হোটেলে থাকার নির্দেশ দিয়েছে শিবসেনা নেতৃত্ব। অন্যদিকে, বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক সেরেছেন বিজেপি নেতারা। নতুন কি ঘটে সেটাই এখন দেখার।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন