দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রের মহা নাটকে রোজ কিছু না কিছু নতুন দৃশ্য দেখা যাচ্ছে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ২৭ হাজার কোটি টাকার সেচ দুর্নীতি মামলায় ক্লিনচিট পেয়ে গেলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
ভোটের আগে অজিত পাওয়ারের বিরুদ্ধে শোলের সংলাপ উদ্ধৃত করে দেবেন্দ্র ফড়নবিশ বলেছিলেন, “চাক্কি পিসিং পিসিং পিসিং!” সেই অজিত পাওয়ারই এখন ফড়নবিশের ডেপুটি। আজ দুর্নীতি দমন ব্যুরো, ক্লিনচিট দিয়ে দিয়েছে অজিত পাওয়ারকে। নটি ফাইল ‘ক্লোজড’ করে দিয়েছে দুর্নীতি দমন ব্যুরো।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন