দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনসিপির পরিষদীয় দলের বৈঠক ডেকে দলের ৫৪ জন বিধায়কের মধ্যে ৪৮ জনকেই হাজির করিয়ে ফেললেন মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ার। ধনঞ্জয় মুণ্ডে-সহ সেখানে এমন সাত বিধায়কও ছিলেন যাঁরা অজিত পাওয়ারের ঘনিষ্ঠ বলেই পরিচিত।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
মহারাষ্ট্রে শনিবার সাতসকালে সরকার গড়ে দুপুর পর্যন্ত অ্যাডভান্টেজে ছিল বিজেপিই। কিন্তু খেলা ঘুরিয়ে দিতে মুম্বইয়ের ওয়াই চবন সেন্টারে এনসিপি বিধায়ক দলের বৈঠক ডেকে ক্ষমতা পরীক্ষা করে পরিস্থিতি বুঝিয়ে দিলেন শরদ গোবিন্দরাও পাওয়ার। সূত্রের খবর, এখনও সেই বৈঠক চলছে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন