দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সোমবারই আসাদউদ্দিন ওয়েসীর দল মজলিশে ইত্তেহাদুল মুসলিমিনকে (মিম) নাম না করে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই পাল্টা আক্রমণ শানালেন ওয়েসীও। কোচবিহারে দলীয় এক কর্মীসভায় নাম না করে মিম নিয়ে মন্তব্য করে মমতা বলেছিলেন, ‛ওরা বিজেপির কাছে টাকা নেয়। সংখ্যালঘুরা ভুল করবেন না। ওদের বাড়ি হায়দরবাদে। এখানে নয়।’
আরও পড়ুন : ফের মিমের বিরুদ্ধে মুখ খুললেন মমতা, তবে কি ওয়েসীর দলকে ভয় পাচ্ছে তৃণমূল?
এইবার ওয়েসী ট্যুইট করেছেন, ‛মানবসম্পদ উন্নয়নের মাপকাঠি অনুযায়ী বাংলার মুসলমানদের অবস্থা সবচেয়ে খারাপ, এটা বলা কোনও ধর্মীয় উগ্রতা নয়।’ ওয়েসী আরও বলেন, ‛হায়দরাবাদ থেকে আসা লোকজন নিয়ে দিদি যদি এতই উদ্বিগ্ন হন, তাহলে বাংলায় ৪২টির মধ্যে ১৮টি লোকসভা আসন বিজেপি জিতল কী করে?’ বাংলায় এইবার জোর প্রচারে নামবে মিম! ওয়েসীর ট্যুইট সেই ইঙ্গিতই দিচ্ছে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন