দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কুয়েত ইন্টারন্যাশনাল ফেয়ার কোম্পানির প্রেসিডেন্ট আব্দুল রহমান আল নসর দাবি করেছেন যে, কুয়েতে ১৬৫৮ জন করোনা পজিটিভের মধ্যে ৯২৪ জন ভারতীয়। একটি ট্যুইট করে তিনি এমনই দাবি করেছেন। একটি গ্রাফের মাধ্যমে করোনা আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, কুয়েতে করোনা রোগীদের ধর্ম ও নাগরিকত্বের ভিত্তিতে বৈষম্য করা হচ্ছে না। সমস্ত করোনা পজিটিভ ভারতীয়রা সেখানকার সেরা হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন। তিনি বলেন, এটাই ন্যায়বিচার।
আল নাসরের এই ট্যুইট ভারতেও ব্যাপক পরিমাণে শেয়ার করা হচ্ছে। তাঁর এই ট্যুইটকে ভারতে করোনাকে ধর্মীয় রঙ দেওয়ার সাথেও তুলনা করা হচ্ছে। নেটিজেনরা বলছেন যে, ভারতে কিছু জামাত সদস্যের করোনা পজিটিভ সন্ধান পাওয়ার পর পুরো মুসলিম সমাজকেই কাঠগড়ায় তোলা হয়েছিল। ভারতে করোনা ছড়ানোর জন্য মুসলমানরা দায়ী করা হলেও, কুয়েতে কিন্তু এর ঠিক বিপরীত জিনিস দেখা যাচ্ছে। করোনায় পজিটিভের ক্ষেত্রে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু এর পরেও সরকার, মিডিয়া বা সাধারণ মানুষ কেউই এজন্য ভারতীয়দের দায়ী করেনি। ভারতীয়দের বিরুদ্ধে কোনও আক্রোশও ছিল না।
Support Free & Independent Journalism