দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মোদীর ওপর কতটা ভরসা করছেন এ রাজ্যের মানুষ? সি ভোটার পরিচালিত জনমত সমীক্ষায় পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদীর ভূমিকাকে কী চোখে দেখছেন রাজ্যবাসী, তার হদিশ পাওয়ার চেষ্টা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী হিসাবে মোদীর ওপর চূড়ান্ত অসন্তুষ্ট ২৪ শতাংশ, আংশিক সন্তুষ্ট ৩৭ শতাংশ মানুষ। দুটি যোগ করলে দাঁড়ায় ৬১ শতাংশ। খুব সন্তুষ্ট বলে মতামত জানিয়েছেন ৩৭ শতাংশ। জানি না বলেছেন, মাত্র ২ শতাংশ। অর্থাৎ প্রধানমন্ত্রী হিসাবে মোদীর ওপর অখুশি সংখ্যাগরিষ্ঠ মানুষ।
যদিও অধিকাংশ দেশবাসীই করোনা ভ্যাকসিন নিয়ে মোদী সরকারের পদক্ষেপে খুশি বলে দেখা যাচ্ছে সমীক্ষায়। করোনা ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারের পারফরম্যান্স কেমন? জানতে চাওয়া হলে ভাল বলেছেন ৫১ শতাংশ, খারাপ বলেছেন ৩২ শতাংশ, বলতে পারব না, জানিয়েছেন ১৭ শতাংশ।
প্রায় দুমাস হতে চলা কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি কি ধাক্কা খেয়েছে, জানতে চাওয়া হলে ‘হ্যাঁ’ বলেছেন ৫২ শতাংশ, ৩৪ শতাংশ বলেছেন ‘না’, ‘জানি না’ বলেছেন ১৪ শতাংশ।