দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। জানা গিয়েছে, ৯৩৭১ কোটি টাকা মূল্যের সম্পত্তি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি হাতে তুলে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এর ফলে ব্যাঙ্কগুলি আংশি ক্ষতিপূরণ পেল। উল্লেখ্য, এই তিন ব্যবসায়ীত ঋণ খেলাপির জেরে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মোট ক্ষতি হয়েছে ২২ হাজার ৫৮৫ কোটি ৮৩ লক্ষ টাকা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ইডি এই তিন ব্যবসায়ীর ১৮ হাজার ১৭০ কোটি ২ লক্ষ টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। যা মূল তছরুপের প্রায় ৮০ শতাংশ।
এর আগে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের বিশেষ আদালত পলাতক ব্যবসায়ীদের সম্পত্তি বেচার অনুমতি দেয় ইডিকে। সেই মতো বাজেয়াপ্ত করা সম্পত্তি ব্যাঙ্কগুলিকে তা ফিরিয়ে দিল ইডি। সেগুলি বিক্রি করে নিজেদের ক্ষতিপূরণ মেটাবে ব্যাঙ্কগুলি।
মূলত কিংফিশার এয়ারলাইনস সূত্রে 9 হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত বিজয় মালিয়া। বর্তমানে যিনি ব্রিটেন রয়েছেন। ২০১৯ সালে মুম্বইয়ের বিশেষ আদলত মালিয়াকে পলাতক আর্থিক প্রতারণাকারী বলে ঘোষণ করে। এদিকে নীরব মোদীও ব্রিটেনের লন্ডনেই থাকেন। দুই পলাতক ব্যবসায়ীকেই ভারতে ফেরাতে মরিয়া সরকার। তবে প্রত্যর্পণ সংক্রান্ত বিভিন্ন আইনি জটিলতায় আটকে রয়েছে সেই প্রক্রিয়া।
এদিকে মেহুল চোকসি বর্তমানে ডমিনিকার জেলে আটক। অ্যান্টিগার নাগরিকত্ব গ্রহণ করা মেহুলকে ডমিনিকা থেকে ভারতে ফেরাতে সিবিআই সেখানে আবেদন করেছে। উল্লেখ্য, মেহুল ২০১৮ সাল থেকেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘাঁটি গেড়েছেন।