দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ত্রাণ বা অন্যান্য সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হলে, সরাসরি স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করার বিধান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগের সত্যতা যাচাই করার দায়িত্ব রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রের উপর ছেড়েছেন তিনি।
আমফান-বিপর্যয়ের পরে ক্ষতিগ্রস্তদের জন্য একগুচ্ছ সরকারি সুবিধার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু আসল উপভোক্তার হাতে সেই সব সরকারি সুবিধা না পৌঁছনোর অভিযোগ উঠেছে। আবার কোথাও কোথাও ক্ষতিপূরণ পেতে টাকা খরচ করতে হচ্ছে— এমন অভিযোগও এসেছে।
সেই সব অভিযোগ প্রশাসনের সর্বোচ্চ স্তরে যে পৌঁছচ্ছে, এ দিন তা স্পষ্ট করে দিয়েছেন মমতা। নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর আশ্বাস, অভিযোগ সঠিক হলে উপযুক্ত ব্যবস্থা নেবেন তিনি নিজেই। ত্রাণ নিয়ে যে সব অভিযোগ থানায় জমা পড়বে, পুলিশকে সেগুলি যাচাইয়ের নির্দেশ দিয়েছেন মমতা।