Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বাঙালি বলেই আলাপনের প্রতি এত রাগ কেন্দ্রের, তোপ মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মুখ্যসচিবকে বদলির নির্দেশ নিয়ে এবার সরব মমতা। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের ওপর ক্ষোভ উগড়ে দিলেন মমতা। তিনি বলেন, ‘মুখ্যসচিবের ভুল কী ছিল? রাজ্যের সঙ্গে আলোচনা না করে কিভাবে বদলির নির্দেশ দেওয়া হয় বলেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মুখ্যসচিবের অবসরের কথা ছিল ৩১ মে। আমরা তিন মাসের মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানিয়েছিলাম। কেন্দ্র আমাদের অনুরোধ মেনে মেয়াদ বৃদ্ধির নির্দেশও দেন। কিন্তু হঠাৎই গতকাল বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক।

রাজনৈতিক প্রতিহিংসা নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ‘বাংলার মানুষের রায় মেনে নিন,অপমান করবেন না।’ এদিন আলাপনের বদলি প্রসঙ্গে তিনি বলেন, আর আলাপন বাঙালি বলেই তার ওপর এত রাগ। আমার কখনও বাঙালি, কখনও অবাঙালি মুখ্যসচিব ছিলেন, এর আগে রাজীব ছিলেন, আমি কোনও দিন এমন করিনি। কেন্দ্রেও অনেক বাঙালি অফিসার রয়েছেন। দয়া করে মুখ্যসচিবের বদলির নির্দেশ তুলে নিন।’

 

প্রসঙ্গত, গতকাল মুখ্যসচিবের এই বদলির নির্দেশ আসার পরেই শাসক দলের নেতারা কেন্দ্রের ওপর তীব্র ক্ষোভ উগরে দেন। আর এরপর আজ নবান্ন থেকে মুখ্যসচিবের এই বদলি ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

 

Leave a Reply

error: Content is protected !!