Monday, September 16, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

মোদীর কেন্দ্র বারাণসী থেকে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় আসন থেকে লড়াই করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নরেন্দ্র মোদীর সেই খোঁচার রেশ এবার পৌঁছে গেল উত্তরপ্রদেশের বারাণসীতে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া দাবি করলেন, বারাণসী থেকে লড়াই করবেন তৃণমূল সুপ্রিমো। যে আসন থেকে গত দুই লোকসভা ভোটে জিতেছেন খোদ মোদী। গতবারের নির্বাচনে প্রায় ৯০,০০০ ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন।

বৃহস্পতিবার নন্দীগ্রাম-সহ রাজ্যের ৩০ টি আসনে ভোটপর্বের মধ্যে জয়নগরে সভা করেন মোদী। সেখান থেকে নন্দীগ্রামের ভোট-ভাগ্যের আভাস ঘোষণা করে মোদী খোঁচা দেন, মমতা দ্বিতীয় কোনও আসন থেকে লড়বেন না তো? সেই সম্ভাবনা পত্রপাঠ খারিজ করে দেয় তৃণমূল। ঘাসফুল শিবিরের তরফে বলা হয়, ‘নন্দীগ্রামে জিতছেন দিদি (মমতা)। আরও একটি আসন থেকে লড়াইয়ের প্রশ্নই ওঠে না। নরেন্দ্র মোদীজি, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা থেকে বিরত থাকুন। পশ্চিমবঙ্গে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনার মিথ্যা ধরতেই পারবেন মানুষ। ২০২৪ সালে একটি সুরক্ষিত আসন খুঁজে নিন। কারণ বারাণসীতে আপনাকে লড়াইয়ের মুখে পড়তে হবে।’

কিন্তু কীভাবে মোদীকে ‘চ্যালেঞ্জ’ ছোড়া হবে, বারাণসী থেকে তৃণমূল দাঁড়াবে নাকি অন্য কোনও দলের হেভিওয়েট প্রার্থীকে সমর্থন করবে ঘাসফুল শিবির, তা স্পষ্ট করা হয়নি। সেই চর্চার মধ্যেই মহুয়া দাবি করেন, সত্যিই, মমতা দ্বিতীয় আসন থেকে লড়বেন। আর সেই আসনের নাম বারাণসী। টুইটারে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেন, ‘দ্বিতীয় আসন থেকে লড়াই? মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদী। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি (মমতা) লড়বেন। আর সেই আসনটি হবে বারাণসী। তাই নিজের বর্ম পরে নিন।’

 

Leave a Reply

error: Content is protected !!