দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আগামী ১৩ জানুয়ারি দিল্লিতে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। দেশজুড়ে এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ আরও বাড়াতে এবং বিরোধী দলগুলিকে মোদী সরকারের বিরুদ্ধে একজোট হওয়ার জন্যই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। যদিও সেই বৈঠকে যোগ দেবেন না বলেই জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছিলেন অধ্যক্ষ। সেখানেই গতকালের ধর্মঘটের প্রসঙ্গ তুলে আনেন মমতা। জানা গিয়েছে, এদিন বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখার সময় সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও কংগ্রেস নেতা আবদুল মান্নানের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন মমতা। অধিবেশন শেষ হওয়ার পরেই এনসিপি নেতা শরদ পাওয়ারকে ফোন করে মমতা স্পষ্ট জানিয়ে দেন, দিল্লির বৈঠকে তিনি যোগ দেবেন না।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন