দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভায় জিতবেন’ বলে মন্তব্য করলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরোজা বিবি। ১৪ বছর আগে নন্দীগ্রাম আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন তাঁর ছেলে। ফিরোজা বিবি সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘একশো শতাংশ জেতার ব্যাপারে আমি নিশ্চিত।’
বিজেপি সরকারকে নিশানা করে নন্দীগ্রামের মা জানান, ১৪ বছর আগে নন্দীগ্রাম আন্দোলনে শহিদ হয়েছিলেন তাঁর ছেলে। তার পর থেকেই সেই দিনটার কথা আজও ভুলতে পারেন না। আর ‘শুভেন্দু নিজের সুবিধার জন্যে কাজ করেন।’
তিনি বলেন, ‘শুভেন্দুবাবু যাই করুন না কেন, আমাদের ব্যাথা কেউ বুঝবে না। স্বজনহারার ব্যথা কেউ বোঝে না। তিনি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন। নন্দীগ্রামে যদি মমতা বন্দোপাধ্যায় জিততে না পারেন, তা হলে ধর্ম, বিশ্বাস সব কিছু মিথ্যে প্রমাণিত হবে।’