Saturday, March 15, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‛আমার অনুগামীদের ফাঁসাচ্ছে, গাঁজা কেস দিচ্ছে’ – অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ মমতার মন্ত্রীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। জানিয়ে দিলেন কোনওভাবেই তিনি অনুব্রতর অধীনে কাজ করতে পারবেন না। সিদ্দিকুল্লাহর স্পষ্ট অভিযোগ, তাঁর অনুগামীদের ইচ্ছে করে গাঁজা কেসে ফাঁসিয়ে দিচ্ছেন অনুব্রত।

মন্ত্রীর অভিযোগ, অনুব্রত মণ্ডলের অনুগামীরাই তাঁদের বিরুদ্ধে মিথ্যে মামলা করছে। মিথ্যা মামলায় অনেকেই জেল খাটছেন। অনেকেই এখনও ঘরছাড়া। তারা ভয়ে ঘরে ঢুকতে পারছেন না। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন। দলকেও জানিয়েছেন। তাও ঘরছাড়া তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ঘরে ঢোকাতে পারেননি। কারণ তাতে অশান্তি হতে পারে।

মঙ্গলকোটের বিধায়ক হলেন সিদ্দিকুল্লা। অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভূক্ত পূর্ব বর্ধমানের তিনটি বিধানসভাকেন্দ্র আউসগ্রাম-মঙ্গলকোট ও কেতুগ্রামের দলীয় পর্যবেক্ষক হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর বিরুদ্ধে সিদ্দিকুল্লার ক্ষোভ আগেও ছিল। এদিন যেন ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন পাঠাগার ও জনশিক্ষা মন্ত্রী।

জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জির সঙ্গে তিনি দেখা করেন। তার পর তাঁর হাতে ন’জনের নামের তালিকা তুলে দিয়ে জানান, এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক। সবাই জেলে রয়েছেন। তাঁর একের পর এক অনুগামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তাদের গাঁজা কেস দেওয়া হচ্ছে।

 

Leave a Reply

error: Content is protected !!