দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সিএএ চালুর বিজ্ঞপ্তি জারির অনুমান শুরু হতেই নবান্নে আচমকা সাংবাদিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিলেন বাংলায় কিছুতেই সিএএ চালু করতে দেবেন না। মোদী সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘‘সাহস থাকলে (সিএএ) আগে করতেন। লোকসভা ভোটের আগেই করতে হল কেন?’’ এদিন তিনি সাফ জানিয়ে দেন ‛এ রাজ্যে সিএএ হতে দেব না’।