Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

দল ভাঙানোর যে নোংরা রাজনীতির আমদানি করেছিলেন মমতা, তার শিকার হলেন নিজেই: সুজন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শুভেন্দুর ইস্তফাকে অস্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘দল ভাঙানোর যে নোংরা সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় আমদানি করেছিলেন তার বলি কি এবার নিজেই হচ্ছেন? তৃণমূলের উন্নয়নের জোয়ারে সব দলে দলে সেখানে যাচ্ছিল। এখন কি ভাটা এত প্রবল যে দল ছেড়ে আস্তে আস্তে পালাচ্ছে? তৃণমূল যাঁরা তৈরি করেছিলেন তাঁরা ধীরে ধীরে সরে যাচ্ছেন কেন’?

সঙ্গে তিনি বলেন, শুভেন্দুর পদত্যাগ নিয়ে বেশি ভাবিত নয় বামেরা। বরং তারা দিল্লিতে কৃষক আন্দোলনের দিকে চেয়ে রয়েছে। উল্লেখ্য, শুক্রবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। সঙ্গে হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাপতির পদও ছেড়েছেন তিনি। গতকাল HRBC-র সভাপতির পদে ইস্তফা দেন শুভেন্দু। তখন থেকেই শুরু হয়েছিল তাঁর পদত্যাগের জল্পনা।

 

Leave a Reply

error: Content is protected !!