দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিল্লি সফরে মোদী – মমতা সাক্ষাতের সম্ভাবনাকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রবিবার ইকোপার্কে প্রাতর্ভ্রমণ সেরে দিলীপবাবু বলেন, ‘সরকার চালাতে পারছেন না। তাই প্রধানমন্ত্রীর হাতে-পায়ে ধরতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।’
এদিন দিলীপবাবু বলেন, ‘পশ্চিমবাংলার যে আর্থিক অবস্থা, যে ধরণের ভুয়ো IAS, IPS, নীলবাতি, ভাতা দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছেন আস্তে আস্তে, আর ঋণ যে ভাবে বাড়ছে, সরকার চালানোর মতো পরিস্থিতি ওনার নেই। তাই মোদীজির কাছে হাতজোড় করতে যাচ্ছেন। বলতে যাচ্ছেন, দেখুন আমাকে একটু। আমি তো আর পারছি না। সাহায্য করুন। হাতে পায়ে ধরার চেষ্টা করছেন আর কি’।
পালটা তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘পাগলের প্রলাপ বকছেন দিলীপবাবু। কেন্দ্রের কোষাগারটা বিজেপির নয়। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের পাওনা চাইতেই পারেন। দিলীপবাবুকে দিল্লির নেতারা সাক্ষাতের সময় দেন না। তাই হিংসায় উনি এসব কথা বলছেন।’
বলে রাখি, সোমবার দুপুরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে রাজধানীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁর। তার পর দেশের বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক ডেকেছেন তৃণমূলনেত্রী। সংসদের বাদল অধিবেশন চলাকালীন মমতার এই দৌত্য ২০২৪ নির্বাচনের আগে বিরোধী জোটকে কতটা এককাট্টা করতে পারে সেটাই দেখার।