দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের হাথরসে দলিত তরুণীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় শুক্রবার তৃণমূলের প্রতিনিধি দলকে পাঠানো হয় হাথরসে। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। এবার এই কাণ্ডের প্রতিবাদে পথে নামতে চলেছেন মমতা। আগামীকাল শনিবার বিকেলে কলকাতায় মিছিল করবেন তৃণমূল নেত্রী।
বিকেল ৪টের সময় শুরু হবে এই মিছিল। জানা গিয়েছে বিড়লা প্ল্যানেটরিয়াম থেকে গান্ধী মূর্তি পর্যন্ত হবে এই মিছিল। সেখানে তৃণমূল সুপ্রিমো ছাড়াও তৃণমূলের সব নেতা-মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এই বিক্ষোভকে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে। স্থানীয় প্রশাসনকে সেই দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।