দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাহিনীর মদতে বুথে ৮০ শতাংশ ছাপ্পা ভোট করেছে বিজেপি, এমনটাই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতে যাওয়ার কথাও বলেছেন। যদিও ছাপ্পা করার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘অবাঞ্ছিত যেন কেউ বুথে না ঢোকে সেটা দেখার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। কাউকে আটকানো হয়েছে বলে হয়তো সমস্যা হয়েছে। সাধারণ মানুষ ভোট দিতে গিয়ে পরিচয়পত্র দেখাবেন, ভোট দেবেন। কোনও অসুবিধা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে তিনি হেরে যাচ্ছেন, তাই তিনি মানুষকে উত্তেজিত করছেন। তাঁর অভিযোগে যুক্তি থাকলে নির্বাচন কমিশন তা দেখবে। কিন্তু বাইরের লোক নিয়ে এসে ঝামেলা কর উচিত নয়।’