দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সব জল্পনা উড়িয়ে রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’জনের মিনিট ১৫-র বৈঠক কিছুক্ষণ আগেই শেষ হয়েছে।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের যা পাওনা আছে তার দাবি জানিয়েছেন তিনি। সেইসঙ্গে এনআরসি, নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‛আমি প্রধানমন্ত্রীকে বলেছি, মানুষে মানুষে বৈষম্য হওয়া উচিত নয়। কোনও মানুষ যেন অত্যাচারিত না হয়। আপনারা ভাবনা চিন্তা করুন।’
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন