দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরস ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে শনিবার পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে মিছিল শুরু করেন তিনি। গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করেন তিনি।
এ দিন বিকেল ৪টেয় শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। তৃণমূল নেত্রীর সঙ্গে যোগ দেন দলের বিভিন্ন স্তরের নেতা, সাংসদ, বিধায়ক এবং কর্মী-সমর্থকরা। এ দিন গান্ধীমূর্তির পাদদেশে বক্তৃতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আক্রমণ করেন বিজেপিকে।