দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এবার প্রবীণদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য ‘চোখের আলো’ প্রকল্প আনল মমতার সরকার। মঙ্গলবার থেকে রাজ্যের পঞ্চায়েত ও পুরসভায় চালু হবে নতুন প্রকল্প ‘চোখের আলো’।
সোমবার নবান্নের সভাঘর থেকে নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছর রাজ্যজুড়ে সম্পূর্ণ বিনামূল্যে ২০ লক্ষ বৃদ্ধ-বৃদ্ধার ছানি অপারেশন করবে রাজ্য সরকার। তাঁদের মধ্যে আট লক্ষের বেশি মানুষকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পাবে স্কুলের ছাত্রছাত্রীরাও।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু বৃদ্ধ-বৃদ্ধারা নন, চোখের আলো প্রকল্পের সুবিধা পাবে স্কুলের ছাত্রছাত্রীরা। প্রতিটি সরকারি স্কুলে গিয়ে পড়ুয়াদের চোখের চেক আপ করা হবে। প্রয়োজনে কিছু পড়ুয়াকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। চোখের পরীক্ষা হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও। সেখানে যে সমস্ত শিশুরা যায় তাদের চোখের চেকআপ, প্রয়োজনে চিকিৎসা করা হবে। মঙ্গলবার থেকে রাজ্যর ১২০০ পঞ্চায়েত ও বেশকিছু পুরসভায় এই প্রকল্প চালু হচ্ছে। আগামী দিনে গোটা রাজ্যে এই প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।