Saturday, March 15, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে মমতা সরকারের, সোনার বাংলা গড়ব আমরা, হুঙ্কার অমিতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলায় মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে মমতা সরকারের, রাজ্যে সফরে এসে এমনটাই হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে বাঁকুড়ায় পৌঁছন তিনি। সেখানে অমিত শাহ বলেন, ‘‌আগামীদিনে বাংলায় সরকার গড়ব আমরা। দুই তৃতীয়াংশ আসনে ক্ষমতায় আসবে বিজেপি।’‌

এদিন তিনি জানান, আগামীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সোনার বাংলা গড়া হবে এই রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘‌এই রাজ্যে বিজেপি কর্মীদের যেভাবে খুন করা হচ্ছে, যেভাবে তাঁদের ওপর শাসকদলের দমনপীড়ন নীতি চলছে, তাতে আমি পরিষ্কার দেখতে পারছি যে মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।’‌

 

Leave a Reply

error: Content is protected !!