দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সারাদেশের নজরেই আজ নন্দীগ্রাম। আজ নন্দীগ্রাম ছাড়াও বাংলার চার জেলার ২৯ টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। সবমিলিয়ে দ্বিতীয় দফায় রাজ্যের ৩০ টি আসনে ১৭১ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হতে চলেছে।
গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণা, কেশপুর, তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস এবং সোনামুখী এই জায়গাগুলোতে শুরু হয়েছে ভোট।