নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: নেতাজির নামে ‛জয় হিন্দ’ বিশ্ববিদ্যালয় গড়তে চান মমতা! কিন্তু মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কি হল? নামেই কি শুধু মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিয়েই কি দায় সারা। এর বাস্তবায়ন কোথায়? দীর্ঘদিনের বঞ্চনা মুর্শিদাবাদ। শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের জন্য, শিক্ষার অধিকার আদায়ের জন্য মুর্শিদাবাদবাসী বারবার আন্দোলনে নেমেছে। বহু ছাত্র সংগঠন আন্দোলন করেছে, যার মধ্যে অন্যতম এসআইও। কিন্তু তার পরেও আজও অবহেলিত মুর্শিদাবাদ। জেলায় বিশ্ববিদ্যালয়ের ঘোষণা হলেও বাস্তবায়ন নেই।
সোমবার নবান্ন সভাঘরে এ বছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা–সহ বিভিন্ন বোর্ড পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের ভার্চুয়াল মাধ্যমে সংবর্ধনা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার কৃতী সংবর্ধনা জানিয়ে তাঁদের কথা শোনেন মুখ্যমন্ত্রী। সভা শুরুর প্রথমেই তিনি আক্ষেপ করে বলেন, ‘অন্য বার নেতাজি ইন্ডোরে বড় করে এই অনুষ্ঠান করা হয়। কিন্তু তবে এবার কোভিডের জেরে তা করা হল না।’
শিক্ষা ব্যবস্থায় রাজ্যে প্রগতির খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী এদিন রাজ্যে বাবাসাহেব আম্বেদকরের নামে ও নেতাজির নামে ‘জয় হিন্দ’ বিশ্ববিদ্যালয় তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী জানান, জেনারেল কাস্ট কিন্তু আর্থিকভাবে দুর্বল এমন পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করা হয়েছে। যাতে তাঁদের উচ্চশিক্ষায় কোনও সমস্যা না হয়। মুখ্যমন্ত্রী এদিন পড়ুয়াদের জানান, বাংলায় কর্মসংস্থানের কোনও অভাব হবে না।