Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

জেলে উমর খালিদকে নিরাপত্তা, চশমা, বই ও পড়াশুনার জিনিসপত্র দেওয়ার নির্দেশ আদালতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তিহার জেল কর্তৃপক্ষকে জওয়াহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্র উমর খালিদকে নিরাপত্তা, চশমা, বই ও পড়াশুনার জিনিসপত্র দেওয়ার নির্দেশ দিল দিল্লির এক আদালত। আগেই উমর খালিদ এই সব জিনিস জেলে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। আদালত তার আবেদনে সায় দিয়ে এই অনুমতি দিয়েছে।

গত ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়, সেই দাঙ্গায় জড়িত অভিযোগে খালিদকে গত ১ অক্টোবর দিল্লি পুলিশের অপরাধ শাখা গ্রেফতার করে তিন দিনের পুলিশ হেফাজতে প্রেরণ করে। তার পুলিশ হেফাজত ৪ অক্টোবর শেষ হয়, এরপরে তাকে তিহার জেলে প্রেরণ করা হয়।

তিহার আদালত কমপ্লেক্সের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেব সরোহা বলেন, “অভিযুক্তদের প্রাসঙ্গিক বিধি মোতাবেক এই সুযোগ সুবিধা প্রদান করা উচিত বলে আমি অভিমত পোষণ করি। একই ভাবে যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তরা যাতে সতর্কতা অবলম্বন করে। যাতে কোনও ক্ষতি না হয়। “জামাআতেররায়।

 

Leave a Reply

error: Content is protected !!