দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এ যেন মহানাটকীয় ঘটনা! রবিবার বিকেল ৫ টা নাগাদ নন্দীগ্রামে ১৭ রাউন্ড গণনা শেষ হতে না হতেই সংবাদসংস্থা এএনআই জানিয়ে দিয়েছিল, হাইভোল্টেজ সেই লড়াইয়ে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে তিনি পরাস্ত করেছেন ১২০০ ভোটে।
কিন্তু এক ঘণ্টা কাটতে না কাটতেই মহানাটকীয় পরিবর্তন ঘটে গেল। শুভেন্দুর তরফে পুনর্গণনার দাবি জানানো হয়। নতুন করে গণনার পর দেখা যায় ১৯২২ ভোটে এগিয়ে গিয়েছেন শুভেন্দু। নির্বাচন কমিশনের তরফে অবশ্য এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না যে শুভেন্দু জিতেছেন।